জিবিনিউজ 24 ডেস্ক //
করোনাভাইরাস প্রতিরোধে রাশিয়ার উদ্ভাবিত ভ্যাকসিন স্পুটনিক ভি’র ৪০ লাখ ডোজ দেশে আসবে। মে মাসের মধ্যেই এই টিকা বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।
তিনি জানান, মঙ্গলবার (২৭ এপ্রিল) ওষুধ প্রশাসন অধিদফতর স্পুটনিক ভি ব্যবহারে জরুরি অনুমতি দিয়েছে। রাশিয়ার স্পুটনিক ভি আমাদের দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল। এতে করে এই টিকা আমদানি ও ব্যবহারের ক্ষেত্রে এখন আর কোনও আইনগত বাধা রইলো না।
এর আগে সকালে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির বৈঠক হয়। সেখানে কমিটি অনুমোদন দেওয়ার বিষয়ে সুপারিশ করে। সাধারণত কোনও ওষুধে সাতটা দেশের অনুমোদন থাকলে বাংলাদেশে অনুমোদন দেওয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন