সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯ তম মৃত্যুবার্ষিকী ও পবিত্র মাহে রমজান উপলক্ষে খেটে খাওয়া মানুষ রিকশাচালক, দুস্থ-অসহায়, হত দরিদ্র এতিম ও ছিন্নমূল শিশুদের মানবিক সেবা দেয়ার জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসূচী ছালিয়েছে হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ। মানুষের মাঝে ৫৫০ প্যাকেট ইফতার বিতরণ
আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯ তম মৃত্যুবার্ষিকী ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকার ২টি এতিমখানাসহ বিভিন্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, দুস্থ-অসহায়, হত দরিদ্র মানুষের মাঝে ৫৫০ টি প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করে হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ। হাবীবুল্লাহ বাহার কলেজ ও সংলগ্ন শান্তিনগর, কাকরাইল, বাড্ডা ও আশে পাশের এলাকার বিভিন্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, দুস্থ-অসহায়, হত দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের সহসভাপতি মোঃ আসিফ উল হক।
আসিফ উল হক বলেন, ''লকডাউনে শ্রমজীবী ও অসহায় মানুষ কিছুটা বিপাকে পরেছে এবং মানবেতর জীবন কাটাচ্ছেন। কঠোর লকডাউনের মধ্যে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা এবং মানবিক মূল্যবোধ থেকে দেশের এই ক্রান্তিলগ্নে পবিত্র রমজান মাসে সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘব করার প্রয়াসে তাদের পাশে এসে দাঁড়িয়েছি আমরা। "
তিনি বলেন, "এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে এভাবেই যার যার অবস্থান থেকে এগিয়ে আসাই আমাদের সকলের কাম্য। যার যার অবস্থান থেকে এবং সামর্থ্য অনুযায়ী নিজ নিজ এলাকার দায়িত্বটুকু হাতে নেই।"
তিনি আরো বলেন, ' আজ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে এবং আগামীতে কয়েকটি বৃদ্ধাশ্রম, এতিমখানা ও ছিন্নমূল শিশুদের মানবিক সেবায় সামনের দিনগুলোতে আমাদের আরো ব্যতিক্রমী কার্যক্রম অব্যাহত থাকবে।"
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন