করোনা রোগীর মৃত্যুতে ডাক্তারদের ওপর হামলা

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

করোনা রোগীর মৃত্যুর জেরে দিল্লির এক হাসপাতালে ডাক্তারদের ওপর হামলা হয়েছে। মঙ্গলবার সকালে দিল্লির অ্যাপোলো হাসপাতলে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল আটটার দিকে দিল্লির অ্যাপোলো হাসপাতালের জরুরি সেবা বিভাগে চিকিৎসাধীন এক করোনা রোগী মারা যান। হাসপাতালে শয্যা না থাকায় জরুরি সেবা বিভাগে চিকিৎসা চলছিল ৬৭ বছর বয়স্ক ওই নারীর।

 

এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে লাঠি হাতে হাসপাতালের ডাক্তারদের ওপর হামলে পড়েন ওই নারীর কয়েকজন আত্মীয়। হামলায় কয়েকজন ডাক্তার আহতও হন।

হাসপাতালের নিরাপত্তা কর্মী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করেনি পুলিশ।

হামলার পর কর্মবিরতি ঘোষণা করেন অ্যাপোলো হাসপাতালের ডাক্তাররা; কিন্তু আধাঘণ্টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে তারা কাজে ফেরেন।

ভারতে সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ শুরুর পর থেকে যে কয়েকটি রাজ্য সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় আছে, তার মধ্যে বর্তমানে শীর্ষে আছে দিল্লি। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সোমাবর দিল্লিতে করোনায় মারা গেছেন ৩৮০ জন, নতুন আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার।

লাগামহীনভাবে সংক্রমণ বাড়তে থাকায় প্রায় ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে দিল্লির স্বাস্থ্য ব্যবস্থা। মেডিকেল অক্সিজেন ও শয্যার তীব্র সংকট চলায় দিল্লির অনেক হাসপাতাল নতুন রোগী ভর্তি করা বন্ধ করে দিয়েছে।

সম্প্রতি অক্সিজেনের অভাবে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতলে মারা গেছেন ২৫ জন করোনা রোগী। অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হাসপাতালগুলোতে অক্সিজেনের জন্য হাহাকার চললেও দিল্লির কালোবাজারে দশগুণ বেশি দামে ঠিকই মিলছে অক্সিজেন।

বিবিসির প্রতিবেদন আমলে নিয়ে মঙ্গলবার দিল্লির হাইকোর্ট সেখানকার ক্ষমতাসীন আম আদমি পার্টির সরকারকে ভর্ৎসনা করে বলেছেন, ‘পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে। সময় অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিলে এত বিপর্যয় হতো না।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন