জিবিনিউজ 24 ডেস্ক //
ভারতে প্রতিদিন রেকর্ড হারে করোনা সংক্রামণ বেড়ে চলায় আইপিএলের বিদেশি ক্রিকেটাররা উভয় সঙ্কটে পড়েছেন। একে তো টুর্নামেন্টের মাঝে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকছেই। তার উপর বহু দেশ ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ রাখার কথা বিবেচনা করায় আইপিএল শেষ হলে তড়িঘড়ি দেশে ফেরা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইতিমধ্যে কয়েকজন অজি ক্রিকেটার আইপিএল ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিস লিন অজি বোর্ডকে অনুরোধ করেন আইপিএলের শেষে চাটার্ড বিমানে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করতে। যদিও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সেই প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দিয়েছেন।
এমন সংশয়ের আবহ কাটাতে আসরে নামে বিসিসিআই। ভারতীয় বোর্ডের তরফে ই-মেল মারফৎ আটটি ফ্র্যাঞ্চাইজিকে ক্রিকেটার-সহ প্রত্যেকের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আশ্বস্ত করা হয়। সেই সঙ্গে বিদেশি ক্রিকেটারদের নিশ্চয়তা দেওয়া হয় যে, টুর্নামেন্টের শেষ যাতে কাউকে ভারতে আটকে থাকতে না হয়, সেই ব্যবস্থা করবে বিসিসিআই।
বোর্ডের অন্তর্বর্তীকালীন সিইও হেমাঙ্গ আমিন ই-মেলে লেখেন, আমরা বুঝতে পারছি, আপনারা অনেকেই আশঙ্কা করছেন টুর্নামেন্ট শেষ হলে কীভাবে দেশে ফিরবেন। আপনাদের এই দুশ্চিন্তা স্বাভাবিক। তবে আপনাদের আশ্বস্ত করতে চাই যে, উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। আপনাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে বিসিসিআই সবরকম পদক্ষেপ নেবে।
স্বাস্থ্য সুরক্ষার স্বার্থেই বোর্ডের তরফে আইপিএলের বায়ো-বাবল আরো নিশ্ছিদ করা হয়েছে। টুর্নামেন্ট পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলবে বলেও জানিয়েছে বিসিসিআই।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন