জিবিনিউজ 24 ডেস্ক //
ভারতে করোনার দ্বিতীয় ঢেউতে মানুষের নাজেহাল দশা। সারাদেশে এখন করোনা জন্য হাহাকার পড়ে গিয়েছে। কোথাও নেই অক্সিজেন, নেই বেড। হাসপাতালের ডাক্তারর নিজেদের অসহায় বোধ করছেন। প্রতিদিন মারা যাচ্ছে মানুষ। কোনো ভাবেই সংক্রমণ আটকানো যাচ্ছে না। একের পর এক নেতা থেকে অভিনেতা থেকে সাধারণ মানুষের আক্রান্ত হওয়ার খবর প্রতিদিন বেড়েই চলেছে। এবার করোনা হানা দক্ষিণের সিনেমা ইন্ডাষ্ট্রিতেও। করোনা আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন।
তিনি টুইট করে জানিয়েছেন, সকলকে জানাচ্ছি আমি করোনা আক্রান্ত। আমি নিজেকে বাড়িতেই আইসোলেশনে রেখেছি। সব নিয়ম মেনে চলছি। চিন্তা করবেন না। শেষ কয়েকদিন যারা আমার সংস্পর্শে এসেছেন সকলকে বলবো, টেস্ট করিয়ে নিতে। সবাই সুস্থ থাকুন এবং শান্ত থাকুন। এবং যতো দ্রুত সম্ভব ভ্যাকসিন নিয়ে নিন।
এ খবরে ফের সিনেমা জগতে চিন্তার ছাপ দেখা গিয়েছে। কারণ করোনা আক্রান্তের খবর এবং তাতে মানুষের মৃত্যু সত্যিই ভাবাচ্ছে। আল্লু অর্জুনের ভক্তরা এই পোস্টে কমেন্ট করে অভিনেতার সুস্থতা কামনা করেছেন।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন বলিউডের আমির খান, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশ, সোনু সুদের মতো অভিনেতারা। তবে তারা সকলেই নিজেদের হোম আইসোলেশনে রেখেছিলেন এবং সমস্ত কোভিড বিধি মেনে চলায় দ্রুত আরোগ্য লাভ করেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন