জেলা প্রশাসক ও পৌরসভার মেয়র এর উদ্যোগে মৌলভীবাজার সদর হাসপাতালে ৫০টি গ্যাস সিলিন্ডার প্রদান

জিবি নিউজ ডেস্ক ।।

করোনার দ্বিতীয় ধাপে ভয়াবহ বিস্তার রোধে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ছোট বড় ৫০টি গ্যাস সিলিন্ডার প্রদান করলো আবুল খায়ের গ্রুপ।

বৃহস্পতিবার  দুপুরে অগ্রণী ব্যাংক মৌলভীবাজারের ব্যবস্থাপক শামসুল ইসলামের সহযোগিতায় মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পৌর মেয়র ফজলুর রহমানের মাধ্যমে মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথী পালের কাছে এই সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়।

এসময় জেলা প্রশাসক ও মেয়র বলেন, করোনার দ্বিতীয় ধাপে করোনা আক্রান্ত রোগী ছাড়াও যেসব রোগী শ্বাসকষ্টে ভূগছেন সেসব রোগীদের জন্য এই গ্যাস সিলিন্ডারগুলো অনেক কাজে লাগবে। তাই যারা এই মহতী উদ্যোগের সাথে জড়িত রয়েছেন তাঁদের ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, করোনার শুরুতে গত বছরও এই প্রতিষ্ঠান মৌলভীবাজার সদর হাসাপাতালে ৩৫টি গ্যাস সিলিন্ডার প্রদান করে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন