জিবিনিউজ 24 ডেস্ক //
নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে দ্রুত ফিরে পাওয়ার আশায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে ইলিয়াস মুক্তি ঐক্য সংগ্রাম পরিষদ যুক্তরাজ্য। গত ২৭ এপ্রিল মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে বাদ আছর অনুষ্ঠিত মিলাদ মাহফিলে সামাজিক দূরত্ব বজায় রেখে রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত হন।
দোয়া পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের আহবায়ক আবুল কালাম আজাদ বলেন, গত ৯ বছর যাবত বিশ্বনাথ-বালাগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী তার ড্রাইভারসহ নিখোঁজ রয়েছেন। তাকে ফিরে পেতে মহান আল্লাহর সাহায্য কামনার পাশাপাশি, সরকার ও দেশবাসীর সহযোগিতা কামনা করছেন তারা।
সংগঠনের সদস্য সচিব আলহাজ্ব তৈমুছ আলীর সার্বিক ব্যবস্থাপনায় মিলাদ মাহফিলে আরে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, বিএনপি নেতা গৌছ আলী, গোলজার আহমদ খান, শামসুর রহমান মাহতাব, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শরিফুল ইসলাম, নজরুল হাসান জাহিদ, নিউহাম বিএনপির সভাপতি মুস্তাক আহমদ, কৃষক দলের নেতা আমিনুল হক আকরাম, মদরিছ আলী মফজ্জুল, নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনায়েম খান মুন্না, যুবদল নেতা মাক্কু মিয়া, আলী আহমদ, বুলবুল আহমদ, তাহিদ মিয়া, আবুল কালাম প্রমুখ।
দোয়া পরিচালনা করেন ব্রিকলেইন জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম।
এতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সুস্থতা কামনা করার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত সকল নেতাকর্মীর মাগফেরাত কামনা করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন