হট অবতারে মধুমিতা

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। ২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ টেলিসিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু হয়েছিল মধুমিতার।

সম্প্রতি টেলিজগতের গন্ডি পেরিয়ে বড়পর্দার জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। এর পিছনের আসল রহস্যটাই বা কী, এই প্রশ্নের মুখেই দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। এর পাশাপাশি চেনা ছক ভেঙে নিজেকে হট অবতারে মেলে ধরছেন তিনি।

 

ছোটপর্দার সেই পাখি কিংবা ইমনকে যেন এখন চেনাই দায়। প্রতিদিনই নিজেকে হট অবতারে মেলে ধরছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ। প্রায় সাড়ে ৬ লাখ ভক্ত রয়েছে তার। দর্শক ধরে রাখতেও বেশ সিদ্ধহস্ত মধুমিতা।

বাঙালি হটনেস বম্ব প্রতিদিনই নিজের কোনো না কোনো ছবি ইনস্টাতে পোস্ট করে থাকেন। আর তা দেখার জন্যই মুখিয়ে থাকে তার ভক্তগণ। কখনো খোলা পিঠে তো কখনো ওপেন ক্লিভেজে সব কিছুতেই যেন তিনি লাস্যময়ী।

তবে এবার আর উন্মুক্ত নয় বরং শরীর ঢেকেই সাদা পোশাকে বাজিমাত করেছেন সকলের প্রিয় পাখি। ছবিটি পোস্ট করতেই মধুমিতার কমেন্টবক্সে এল এমন একজনের কমেন্ট যা দেখেই রীতিমতো শকড হয়েছেন অভিনেত্রী।

সঙ্গে ভীষণই খুশি হয়েছেন। বিষয়টি একটু খোলসা করে বলা যাক, নো মেক আপ লুকের সাদা পোশাকের ছবিতে রীতিমতো ছক্কা হাঁকিয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রীর এই ছবিতে কমেন্ট করেছেন স্বয়ং সৌরভ। এতদিন পর তার কমেন্ট দেখেই রীতিমতো আনন্দে আত্মহারা হয়েছেন মধুমিতা। তবে এ সৌরভ কিন্তু পাখির ‘এক্স’ নয়।

কমেন্ট করেছেন স্বয়ং মহারাজ, সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি। ‘ভেরি এলিগেন্ট পিকচার’ এই ছোট্ট কমেন্টে পাখির মন জিতে নিয়েছেন দাদা। সৌরভের এই কমেন্ট দেখেন রীতিমতো আপ্লুত মধুমিতা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন