অসহায় পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে গুড়া দুধ বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে রাজধানীতে অসহায় পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে গুড়া দুধ সরবরাহ করে যাচ্ছে  বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ।

গত ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রমের মাধ্যমে এখন পর্যন্ত সহস্রাধিক অসহায় পরিবারের শিশুদের জন্য গুড়া দুধ সহায়তা করেছে সংগঠনটি। শিশুর বাবা-মা যে কেউ ফোন দিলে বা এসএমএস করলেই ছাত্রলীগের নেতাকর্মীরা বাড়ি বাড়ী গিয়ে পৌঁছে দিচ্ছেন বিভিন্ন বয়সের দুগ্ধপোষ্য শিশুদের গুঁড়া দুধ। 

এই সরবরাহ কার্যক্রমের জন্য ঢাকা জেলাকে পাঁচটি ভাগে ভাগ করে মোটরসাইকেলযোগে বেড়িয়ে পড়েন শহরের বিভিন্ন প্রান্তে অলিগলিতে যেখানে অবস্থান করছেন অসহায় পরিবার। প্রতিটি ইউনিটে দুজন করে নেতাকর্মী সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন।

আজ এক একটি ইউনিট কমপক্ষে ৫০ টি অসহায় পরিবারের শিশুদের জন্য গুড়া দুধ সহায়তা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। রাজধানীর কাম্রাঙ্গিরচর, হাজারীবাগ, কোম্পানিগঞ্জ, মোহাম্মাদপুর, শনিআখড়া, জুরাইনসহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা বাড়ি বাড়ী গিয়ে পৌঁছে দিয়েছেন বিনামূল্যে গুড়া দুধ। 

নাম প্রকাশে অনিচ্ছুক কাম্রাঙ্গিরচর তাঁরা মসজিদ এলাকার একজন গ্রহীতা জিবি নিউজকে জানান, "বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পোষ্ট থেকে বিষয়টি জানার পর আমি এসএমএস করলে উনারা কল ব্যাক করেন এবং মোটরসাইকেলযোগে আমার ঠিকানামত এসে গুড়া দুধ দিয়ে যান। এই দুঃসময়ে তাদের দেয়া উপহার পেয়ে আমরা অনেক খুশি।"

বাংলাদেশ ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক শেখ সাঈদ আনোয়ার সিজার জিবি নিউজকে জানান,''লকডাউনে শ্রমজীবী ও অসহায় মানুষ কিছুটা বিপাকে পরেছে এবং মানবেতর জীবন কাটাচ্ছে। কঠোর লকডাউনের মধ্যে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনা এবং মানবিক মূল্যবোধ থেকে দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে গুড়া দুধ সরবরাহ করার প্রয়াসে তাদের পাশে এসে দাঁড়িয়েছি আমরা।" 

তিনি আরও জানান, "কোন শিশুর বাবা-মা যে কেউ ফোন দিলে বা এসএমএস করলে আমাদের নেতাকর্মীরা বাড়ি বাড়ী গিয়ে পৌঁছে দিচ্ছেন শিশুদের জন্য গুঁড়া দুধ। এই কয়েক দিনে আমরা প্রায় সহস্রাধিক অসহায় পরিবারের শিশুদের জন্য গুড়া দুধ হাতে হাতে পৌঁছে দিয়েছি এবং আরও বেশি সেবাদানের জন্য আমরা সদা প্রস্তুত।"

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন