জার্মানির বর্ষসেরা লেভানডোস্কি

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি। রবিবার ফুটবল ম্যাগাজিন কিকারের আয়োজনে সাংবাদিকদের ভোটে সেরা নির্বাচিত হন ৩১ বছর বয়সী তারকা।

ক্লাব সতীর্থ থমাস মুলার ও জশুয়া কিমিচকে বিশাল ব্যবধানে পেছনে ফেলে সেরা হয়েছেন লেভানডোস্কি। ২৭৬ ভোট পেয়েছেন লেভানডোস্কি। মুলার ৫৪ ও কিমিচ পেয়েছেন ৪৯ ভোট।

 

সেরার স্বীকৃতি পাওয়ার পর কিকারকে লেভানডোস্কি বলেন, ‘আমি খুবই গর্বিত। (দর্শকদের) প্রত্যাশা দিন দিন বেড়েই চলেছে। প্রতিবছর আমি সেটা পূরণের চেষ্টা করব। ’

সদ্য শেষ হওয়া মৌসুমে বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলে ৫৫ গোলে করেছেন লেভানডোস্কি। যা সর্বোচ্চ। বায়ার্নের ট্রেবল জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বুন্দেসলিগায় ৩৪, চ্যাম্পিয়ন্স লিগে ১৫ ও জার্মান কাপে করেছেন ৬ গোল। তিন প্রতিযোগিতাতেই তিনি ছিলেন সর্বোচ্চ স্কোরার।

বায়ার্নকে ট্রেবল উপহার দেওয়া হ্যান্স ফ্লিক সেরা কোচ নির্বাচিত হয়েছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন