প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট  ইউ.কে এর উদ্যোগে রামাদ্বান খাদ্য সামগ্রী বিতরণ 

রুবেল আহমেদ || মৌলভীবাজার ||

প্রাউড টু বি সিলেটি উই বিলিফ ইন ইউনিটি এই স্লোগানকে বুকে ধারণ করে বিগত তিন বছর ধরে বৃটেন থেকে বাংলাদেশের আর্ত-মানবতার  সেবায় ও ইউকে বাংলাদেশ কমিউনিটির উন্নয়ণে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে। 

শনিবার পহেলা মে, সকাল ১১ ঘটিকার সময় মৌলভীবাজার সদর উপজেলাধীন
তৈয়বনগর, বাউরঘড়িয়া, সৈয়দা তাহিরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে এক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে, অসহায় হতদরিদ্র ১৫০ টি পরিবারের মাঝে পবিত্র মাহে রামাদ্বানুল মোবারক উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ কে এর জেলা প্রতিনিধি ফয়সাল মনসুর এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডাঃ ছাদিক আহমদ, জেলা প্রতিনিধি, বাসস ও সম্পাদক, সাপ্তাহিক জনপ্রত্যাশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নেছার আহমেদ, সংসদ সদস্য মৌলভীবাজার-৩, সদস্য, ভূমি মন্ত্রণালয় স্হায়ী কমিটি,বাংলাদেশ জাতীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ মোঃ ফজলুল আলী, অধ্যক্ষ,মৌলভীবাজার সরকারি কলেজ। মোঃ ফজলুর করিম ময়ূন, সাবেক মেয়র,মৌলভীবাজার পৌরসভা।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রতিনিধি দৈনিক জনকন্ঠ ও বাংলাভিশন। সৈয়দ এস এম উমেদ আলী, প্রতিনিধি এন. টি. বি ও  ফয়ছল মুরাদ,সদস্য, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ কে।

জানা যায় করোনার মহামারীতে চ্যানেল এস এর ফিড ফাইভ থাউজ্যান্ড ফ্যামিলিস ইন বাংলাদেশ ক্যাম্পেইনে আট হাজার দুই শত নয় পাউন্ড সিক্সটি পেন্স কালেকশন করার মাধ্যমে করোনার সংকটে বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ 
কভিড ১৯ তথা করোনা ভাইরাসে নিহতদের দাফন কাফনের কাজে নিয়োজিত মানবতার সেবায় সহযোগিতাকারী মৌলভীবাজার জেলার দুটি সংগঠনকে ৫০ হাজার টাকা প্রদান ও হবিগঞ্জ জেলার শায়াস্তাগঞ্জের অসহায় রুগী তাসরীন আক্তার নদীকে ৫ লক্ষ টাকা মানবিক সহায়তা প্রদান, সিলেট জেলার ৪'টি জেলায় বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সাহায্য প্রদান সহ ইতিমধ্যে ১১টি প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থপন করে চলছে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে।

সেই ধারাবাহিকতায় আজ মৌলভীবাজার জেলা সহ সিলেট বিভাগের ৪ টি জেলায় পর্যায়ক্রমে রামাদ্বান খাদ্য সামগ্রী  বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।  

বৃটেন থেকে কমিউনিটি লিডার,বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন আমাদের ঐই সকল প্রজেক্ট বাস্তবায়নে যে সব মানবিক ও মহত সম্মানিত দানশীল ব্যাক্তিরা অর্থ প্রদান করেছেন এবং দেশে বিদেশে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবার  জন্য দোয়া কামনা করেন। এবং তিনি আরও জানাম আগামীতে ও বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কাজ করার পরিকল্পনা রয়েছে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন