সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরে ডায়রিয়ার ব্যাপক আকার ধারণ করে। এসব জেলার সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকায় মেঝে, করিডর এমনকি বারান্দায় ঠাঁই নিয়েছেন রোগীরা। এই সকল অঞ্চলে ডায়রিয়া-কলেরা ব্যাপক আকার ধারণ করায় বাংলাদেশ ছাত্রলীগ চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করে।
আজকে টানা তৃতীয় দিনের মতো বাংলাদেশ ছাত্রলীগের প্রতিনিধি টিম বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ ব্যাপক কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিনিধি দল টানা তিনদিন ধরে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরে জেলার ডায়রিয়া-কলেরা উপদ্রুত এলাকা পরিদর্শন করে এবং আইভি স্যালাইন,ওরস্যালাইন, মাস্ক, করোনা মোকাবিলায় সচেতনতামূলক প্রচারপত্র বিলি করে যাচ্ছে।
আজ বাংলাদেশ ছাত্রলীগের প্রতিনিধি দল বাকেরগঞ্জ, মির্জাগঞ্জ, গলাচিপা, বাবুগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং ডায়রিয়া-কলেরা রোগীদের চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ নানামুখী সেবা প্রদান করে।
বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার জিবি নিউজকে জানান, "প্রতিটি মানবিক সঙ্কটে বাংলাদেশ ছাত্রলীগ সবার আগে এগিয়ে আসে। গত তিন দিন ধরে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি দল অক্লান্ত পরিশ্রম ও সেবা প্রদান করে যাচ্ছে। দিনরাত পরিশ্রমের ফলে এরই মধ্যে আমাদের দু'একজন অসুস্থও হয়ে পড়েছে। তবুও আমরা থেমে থাকিনি বরং নানামুখী সেবা প্রদান করে যাচ্ছি।"
তিনি আরও জানান, "গত তিন দিনে আমরা বরিশাল বিভাগের প্রতিটি জেলার বিভিন্ন অঞ্চলে মোট ৩,০০০ আইভি স্যালাইন, ৮,০০০ ওরস্যালাইন,ওষুধ, ৬,০০০ মাস্ক এবং প্রচার পত্র বিতরন করেছি। একই সাথে আমাদের ছয়টি মেডিকেল টিমে ৫৫ জন ডাক্তার স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে কাজ করে যাচ্ছে।"
কর্মসূচীতে ছাত্রলীগের কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হায়দার মোহাম্মাদ জিতু, স্বাস্থ্য ও চিকিৎসাসেবা বিষয়ক উপ-সম্পাদক ডা.শাহজালাল, ডা.রিজভান আহমেদ,সহ-সম্পাদক রাশেদ ফেরদৌস আকাশ, সদস্য ডা.রাকিব বিন আলমগীর প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন