জিবিনিউজ 24 ডেস্ক //
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের জাবুল প্রদেশে এক সংঘর্ষে ৩ সেনাসহ ৯ তালেবান জঙ্গী নিহত হয়েছে। রোববার (২ মে) এই ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রাদেশিক কাউন্সিলের প্রধান আতা জান হকবায়ান বলেন, ‘জাবুলের রাজধানী শহরের একটি নিরাপত্তা চৌকিতে হঠাৎ তালেবান সন্ত্রাসীরা আক্রমণ করে। এই ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর ৩ সেনাসহ ৯ তালেবান নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ সেনা।’
গেলো মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর প্রতিদিনই কোথাও না কোথাও সংঘর্ষে জড়িয়ে পড়ছে তালেবান জঙ্গীরা। তাতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ সাধারণ নাগরিকরাও হাতহত হচ্ছে।
বাইডেনের সৈন্য প্রত্যাহারের ঘোষণার পর এ পর্যন্ত ৩৪ প্রদেশের ২৪টিতে হামলার ঘটনা ঘটেছে। তাতে ১৫৭ জন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৬৯ সাধারণ জনগণ নিহত হয়েছে।
তালেবান জঙ্গীরা সাংবাদিক ও সমাজকর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তাদের বেপরোয়া গাড়ী বোমা হামলা ও আক্রমণে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ জনসাধারণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন