জিবিনিউজ 24 ডেস্ক //
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারানোতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি। তবে, নিশ্চিতভাবে জয়ের পথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ভারতীয় সংবাদমাধ্যম জি২৪ ঘণ্টার সর্বশেষ তথ্য অনুযায়ী ২১৪টি আসনে এগিয়ে আছে তৃণমূল।
তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে এজন্য অভিনন্দন জানিয়ে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
রাহুল টুইট লিখেছেন, ‘বিজেপিকে দৃঢ়ভাবে পরাজিত করায় মমতাজি এবং পশ্চিমবঙ্গের জনগণকে অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন