জিবিনিউজ 24 ডেস্ক //
সিলেটের বিয়ানীবাজারের ১০টি ইউনিয়নে জিআর বরাদ্দের ৫০০ টাকা নিয়ে তুমুল হট্টগোল হয়েছে। রবিবার (২ মে) উপজেলার কুড়ারবাজার ইউনিয়নে টাকাপ্রাপ্তির তালিকায় থাকা অনেকে নির্দিষ্ট পরিমাণ টাকা না নিয়ে ফিরে গেছেন। এ নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, রবিবার সকালে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নে বরাদ্দের টাকা নিয়ে গিয়ে বিপাকে পড়েন প্রকল্প কর্মকর্তা। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তালিকায় থাকা নিম্নআয়ের লোকজন ২ হাজার ৫০০ টাকা করে পাওয়ার কথা। কিন্তু তাদের মাত্র ৫০০ টাকা করে দেওয়া হচ্ছিল। এ নিয়ে অনিয়মের অভিযোগ এনে টাকা বিতরণকারীদের কুড়ারবাজার ইউপি কার্যালয়ে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখেন স্থানীয় জনতা। এ সময় কার্যালয়ের ভেতরে আটকা পড়েন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খানসহ অনেকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন।
বিয়ানীবাজার উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৫ হাজার পরিবারের মধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় প্রাপ্ত জিআর বরাদ্দের টাকা রবিবারে বিতরণ করা হয়েছে। এ টাকা স্থানীয় সংসদ সদস্যের অনুমোদনক্রমে প্রস্তুত করা তালিকা অনুযায়ী বিতরণ করা হচ্ছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে ৫০০ জন লোকের মধ্যে ৫০০ টাকা করে বিতরণ করা হবে। কিন্তু সকালে কুড়ারবাজারে টাকা বিতরণ করা শুরু করলে কিছু লোক ২ হাজার ৫০০ টাকা করে না দেওয়ায় বিশৃঙ্খলা শুরু করেন। এটি কোনো বিশেষ মহলের সৃষ্ট গুজবের কারণে হয়েছে বলে জানান তিনি।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, 'প্রধানমন্ত্রীর ঘোষণা দেওয়া ২ হাজার ৫০০ টাকা সরাসরি উপকারভোগীর মোবাইল ফোনে আসবে। এখানে আমাদের কিছু করার নেই। আর আজকের বিতরণকৃত ৫০০ টাকা হলো পৃথক বরাদ্দের। কিন্তু গুজবে কান দিয়ে অনেকে টাকা না নিয়ে বাড়ি ফিরে গেছেন।'
ইউনিয়নের চেয়ারম্যান এ এফ আবু তাহের জানান, জিআর বরাদ্দের টাকা বিতরণ নিয়ে হট্টগোল দেখা দিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খানসহ নেতৃবৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। টাকা নিতে আসা উপকারভোগীরা ২ হাজার ৫০০ টাকা করে না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। এ নিয়ে ঘটনাস্থলে বেশ হট্টগোল শুরু হয়।'
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন