করোনা মোকাবেলায় জনগনকে সচেতন হতে হবে : মহসীন ভুইয়া

gbn

করোনাভাইরাসের নানা ধরন রয়েছে। এর মধ্যে কোনো কোনোটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ কেন্দ্রীয নেতা ও জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলনের স্ন্বয়ক কৃষক মো. মহসীন ভুইয়া। 

 

সোমবার (৩ মে) রামপুরায় ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন বাংলাদেশের ব্যবস্থাপনায় মাস্ক ও শিল্ড বিতরণ কর্মসূচিতে অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন। 

 

এসময় বিতরন কার্যক্রম পরিচালনা করছেন সংঠনের সিনিয়র নেতৃবৃন্দ মোঃ পারভেজ, মোঃ সজিব, এনামুল হক প্রমূখ।

 

মো. মহসীন ভুইয়া বলেন, করোনার প্রভাব যেমন অর্থনীতিতে আছে, তেমনি আছে স্বাস্থ্য সেবা ও ব্যবসায়। সচেতনতার জন্য নানা উদ্যোগের কথা বলা হচ্ছে৷ বলা হচ্ছে কার্যকর ব্যবস্থার কথা। কিন্তু এত আয়োজনের মাঝেও আছে বিভ্রান্তি। আছে ‘অতি সচেতনতার’ বাড়াবাড়ি।

 

এ সময় তিনি সমাজের বিত্তবান লোকদের এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন সমাজের সকল বিত্তবান ব্যাক্তিদের উচিত দেশের এ পরিস্থিতিতে অসহায় কর্মহীন লোকদের পাশে থাকা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন