জিবি নিউজ ডেস্ক ||
রবি বার ০৫/০২/২০২১ইং মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রোয়েট শহরে ১৩৮১৫ কনান্ট এভিনিউ এ (জয় বাংলা ভবন) “বঙ্গবন্ধু পরিষদ মিশিগান” স্টেটের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি, অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন “বঙ্গবন্ধু পরিষদ মিশিগান” এর সম্মানিত আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, সভা পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক সৈয়দ মতিউর রহমান শিমু। সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতি জনাব ডঃ নুরুন নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব রানা মাহমুদ (ক্যালিফোর্নিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি), দস্তগির জাহাঙ্গীর (ওয়াশিংটন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি), শিকৃতি বড়ুয়া (যুগ্ম সম্পাদক যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ), শেখ আতিক (সহ সভাপতি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ), ফারুক আহমেদ চান (সভাপতি, মিশিগান স্টেট আওয়ামীলীগ), আবু মুসা (সাধারন সম্পাদক, মিশিগান স্টেট আওয়ামীলীগ), নুরুল আমিন মানিক (উপদেষ্টা ও সাবেক সভাপতি মিশিগান স্টেট আওয়ামীলীগ), সফিক আহমেদ (উপদেষ্ঠা, মিশিগান স্টেট আওয়ামীলীগ), খালেদ হোসেন (সহ সাধারন সম্পাদক, মিশিগান স্টেট আওয়ামীলীগ), মতিন চৌধুরী (সাবেক সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান) প্রমুখ …
সভায় বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বুকে লালন করে বঙ্গবন্ধুর সুনার বাংলা বিনির্মানে প্রবাসে ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে একযোগে কাজকরার অঙ্গিকার ব্যাক্ত করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন