অবশেষে বিয়ের তারিখ পেয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

 জিবিনিউজ 24 ডেস্ক //

দীর্ঘদিনের দাম্পত্যসঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ের সময় ঠিক করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। সবকিছু ঠিকঠাক থাকলে নিউজিল্যান্ডের গ্রীষ্মে (ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়) বিয়ে করবেন তিনি।

স্থানীয় সময় বুধবার (৫ মে) কোস্ট রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে আরডার্ন এ কথা জানান বলে এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

জেসিন্ডা আর্ডেন জানিয়েছেন, তিনি এবং তার প্রেমিক ক্লার্ক গেইফোর্ড অবশেষে বিয়ের জন্য একটি তারিখ ঠিক করেছেন। নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

ওই রেডিও চ্যানেলকে জেসিন্ডা আর্ডেন বলেন, ‘এর অর্থ এই নয় যে আমরা এখনই কাউকে বলেছি, আমি মনে করি আমাদের সম্ভবত কিছু দাওয়াত দিতে হবে’।

দুই বছর আগে বাগদান হয় গেফোর্ড ও আরডার্নের। দুজন ঠিক কোন দিন বিয়ে করছেন, তা জানাননি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। আরডার্ন ও গেফোর্ড জুটির নেভ নামে দুই বছর বয়সী মেয়ে রয়েছে।

২০১৮ সালে সন্তানের মা হন আরডার্ন। এটি ছিল আধুনিক ইতিহাসে নির্বাচিত কোনো নেতার সন্তান জন্মদানের দ্বিতীয় ঘটনা। মেয়ে নেভকে দেখভালের পাশাপাশি টেলিভিশনে মাছ ধরা নিয়ে একটি শো উপস্থাপনা করেন গেফোর্ড।

৪০ বছর বয়সী আরডার্ন ও ৪৪ বছর বয়সী গেফোর্ড প্রথাগত বিয়ের অনুষ্ঠান করতে চাইছেন না। বিয়ের অনুষ্ঠানকে পুরোনো চল মনে করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

এদিকে বিয়ে নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের করা প্রশ্নের জবাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, এ বিষয়ে মর্নিং শোর বক্তব্যের বাইরে বলার কিছুই নেই।

২০১৭ সালে নিউজিল্যান্ডের নবীনতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন জেসিন্ডা আরডার্ন। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ফের ক্ষমতায় আসেন তিনি। ওই নির্বাচনে আরডার্নের দল মধ্য বামপন্থি লেবার পার্টি ৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় পায়। তার দলের এ জয়ে বড় ভূমিকা রাখে করোনা মোকাবিলায় সাফল্য।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন