মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি :
মৌলভীবাজার সদর উপজেলার শ্রীমঙ্গল রোডস্থ জান্নাত প্রাইভেট হাসপাতালে সফল সিজারিয়ান অপারেশনে জোড়া লাগানো যমজ মেয়ে শিশুটির জন্ম হয়েছে।
জানা যায় বুধবার (৫ মে ) রাত সাড়ে ১০টার দিকে যমজ শিশুর জন্ম হয় শ্রীমঙ্গল রোডস্থ জান্নাত প্রাইভেট হাসপাতালে শিশু দুটির হাত-পা, মাথা সব কিছু আলাদা হলেও পেট শুধু জোড়া লাগানো রয়েছে।
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শমশেরনগর গ্রামের পানদোকানদার জুয়েল আহমদের স্ত্রী তাহমিনা বেগম বুধবার রাতে জান্নাত প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম দেন এই দুই যমজ শিশুর।
সফল সিজারিয়ান অপারেশন টি করেন প্রসূতি ও স্ত্রী বিশেষজ্ঞ সার্জন ডাঃ ফারজানা হক পর্ণা।
শিশুর বাবা জুয়েল আহমদ বলেন, বাচ্চা দুটিকে বাঁচাতে হলে ঢাকায় হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তর।চিকিৎসা সংক্রান্ত ব্যয় তারা বহন করা সম্বভনা।
তিনি বলেন,আমি গরিব মানুষ ঢাকায় নেয়ার মত আমার কোনো টাকা পয়সা নেই আমি প্রধানমন্ত্রী ও সকলের সহযোগিতা সাহায্যের কামনা করছি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন