জিবিনিউজ 24 ডেস্ক //
কুলাউড়া পৌরসভার লষ্করপুর গ্রামের বাসিন্দা আব্দুল জলিল কুটুলা ও বাদশা পরিবারের নির্যাতন, হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কাছে বিচার ও নিজেদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে একটি মুক্তিযোদ্ধা পরিবার।
নিজের স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলেকে নিয়ে কুলাউড়া থানার সামনে সড়কের পাশে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধা রইছ আলীর ছেলে আহাদ আল মাহমুদ টিটু (৫০)।
তারা পৌর শহরের ৯নং ওয়ার্ডের লস্করপুর এলাকার বাসিন্দা। বর্তমানে ভাড়া বাসায় বসবাস করেন।
৬ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে অবস্থান নেয়া আহাদ আল মাহমুদ টিটু কান্নাজড়িত কণ্ঠে বলেন, ওরা আমাকে হুমকি দেয়। আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। মেয়েদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। আমরা বড় অসহায়। আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছি না। আমরা জীবনের নিরাপত্তা চাই। প্রধানমন্ত্রীর সাহায্য চাই।
আহাদ আল মাহমুদ তার প্রতিবেশী দুইটি পরিবারের নির্যাতনে অতিষ্ট বলে দাবি করছেন। তিনি এর প্রতিকার চেয়ে ইতোমধ্যে কুলাউড়া উপজেলা প্রশাসন, কুলাউড়া থানা প্রশাসনসহ একাধিক দপ্তরে আবেদন করেছেন বলে জানিয়েছেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকষর্নের জন্য পরিবার নিয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন