সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
এতিমদের সঙ্গে ইফতার করলো সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আজ শুক্রবার (৭ মে) রাজধানী ঢাকার আজিমপুরের স্যার সলিমুল্লাহ এতিমখানায় ১৬০ জন এতিমদের মাঝে ইফতার বিতরণ করে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ নেতৃবৃন্দ। সেই সাথে অসহায় এতিম শিশুদের সাথে নিয়ে একসঙ্গে বসে ইফতার করেন নেতৃবৃন্দরা।
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি এনামুল হকের নেতৃত্বে এই ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মোঃ আতিকুল ইসলাম উপ-অর্থ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল-আমীন রহমান, উপ-সম্পাদক রকিবুল ইসলাম সাকিব, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি জাহিদ হোসেন পারভেজ, সাধারণত সম্পাদক সম্রাট হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহসভাপতি এনামুল হক জিবি নিউজকে জানান, "এই করোনাকালে গরীব অসহায় ও এতিমদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনা এবং মানবিক মূল্যবোধ থেকে দেশের এই ক্রান্তিলগ্নে বিভিন্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, দুস্থ-অসহায়, হত দরিদ্র এবং এতিমদের মাঝে ইফতার বিতরণ পহেলা রমজান থেকে করে যাচ্ছি। ইনশা আল্লাহ এই কার্যক্রম শেষ রমজান পর্যন্ত অব্যাহত রাখব।"
তিনি আরো জানান, "এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে এভাবেই যার যার অবস্থান থেকে এগিয়ে আসাই আমাদের সকলের কাম্য এবং সামর্থ্য অনুযায়ী নিজ নিজ এলাকার দায়িত্বটুকু হাতে নেই। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে আমরা মাসব্যাপী ইফতার বিতরণ করে যাচ্ছি। পহেলা রমজান থেকে তেইশ রমজান পর্যন্ত আমরা ধানমন্ডি-৩২ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছি। মানবিক মূল্যবোধ থেকে আজ আমরা এতিম শিশুদের সাথে নিয়ে ইফতার করেছি।"
ইফতারের সময় মুসলিম উম্মাহ ও দেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন