জিবিনিউজ 24 ডেস্ক //
ভারতীয় রাজনীতিতে যে ক’জন বাঙালির ছাপ রেখে গিয়েছেন প্রণব মুখার্জি বাবু ছিলেন তাদের মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র। সোমবার তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এখবর জানিয়েছে।
টুইটারে একটি পোস্টে মমতা লিখেছেন, গভীর দুঃখের সঙ্গে লিখতে হচ্ছে। ভারতরত্ন প্রণব প্রণব মুখার্জি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। একটা অধ্যায়ের সমাপ্তি ঘটলো। দশকে পর দশক আমার কাছে পিতৃসম ছিলেন তিনি। প্রথম বার সাংসদ হিসেবে জয়ী হওয়ার পর আমার সিনিয়র ক্যাবিনেট সহকর্মী থেকে মুখ্যমন্ত্রী থাকাকালীন তার রাষ্ট্রপতি হয়ে ওঠা— কত স্মৃতি ভেসে আসছে। দিল্লিতে যাব, অথচ প্রণবদার সঙ্গে দেখা করব না, এটা যেন ভাবতেই পারতাম না। রাজনীতি থেকে অর্থনীতি, সব বিষয়েই তার অবাধ জ্ঞান ছিল। তার কাছে সদাকৃতজ্ঞ থাকব। খুব মিস করবো। অভিজিৎ ও শর্মিষ্ঠার প্রতি আমার সমবেদনা জানাই।
সাবেক রাষ্ট্রপতির প্রয়াণে টুইটারে ছাড়াও রাজ্য সরকারের তরফে একটি শোকবার্তা প্রকাশ করা হয়। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রণববাবু ভারতের রাজনীতির উজ্জ্বল রত্ন ছিলেন। ভারতরত্ন উপাধির বাইরেও এই ছিল তার সবচেয়ে বড় পরিচিতি। ভারতীয় রাজনীতির এবং বিশেষত সংসদীয় ক্ষেত্রে তার ভূমিকা ছিল অগ্রজ চিন্তকের।
সোমবার (৩১ আগস্ট) দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তার বয়স হয়েছিলো ৮৪ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত ৯ আগস্ট রাতে নিজের দিল্লির বাড়িতে শৌচাগারে পড়ে গিয়েছিলেন প্রণব মুখার্জি। পরদিন সকাল থেকে তার স্নায়ুঘটিত কিছু সমস্যা দেখা দেয়। তার বাঁ হাত নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিলো। সেসময় চিকিৎসকদের পরামর্শে দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে।
পরবর্তীতে, এমআরআই স্ক্যানে দেখা যায় তার মাথার ভেতর রক্ত জমাট বেঁধে রয়েছে। জরুরিভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তবে অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি হয়নি। ১৩ আগস্ট থেকে কোমায় চলে যান প্রণব মুখার্জি।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবিটিসে ভুগছিলেন। গত ১০ আগস্ট হাসপাতালে ভর্তির পর ধরা পড়ে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। সেই অবস্থাতেই ওইদিন রাতে দীর্ঘ অস্ত্রোপচার হয়। তারপর থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল প্রণব মুখার্জিকে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন