আল বশির এন্ড সৈয়দ ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ 

রুবেল আহমেদ || মৌলভীবাজার প্রতিনিধি ||

আল বশির এন্ড সৈয়দ ফাউন্ডেশন এর উদ্যোগে রমজান মাসে চর্তুথ ধাপে অসহায়দের মধ্যে ঈদ উপহার, ইফতার ও শিক্ষার্থীদের মধ্যে খাতা-কলম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাবিয়া গ্রামের বশির মঞ্জিলে আশিকুর রহমান এর বাড়িতে, আজ রবিবার (০৯ মে ) বিকেল ৪ ঘটিকার সময় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ৩০০ জন অসহায় দুস্ত ও শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার 
শাড়ি,লুঙ্গি, কলম-খাতা,পেন্সিল, টিফিন বক্স ও ইফতার বিতরণ করা হয়। 

উক্ত অনুষ্ঠানে আশিকুর রহমান এর সভাপতিত্বে 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছার আহমেদ, সংসদ সদস্য, মৌলভীবাজার-৩।
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার যুবসমাজ,  মুরুব্বিয়ান গণ ও পরিবারের সদস্য বৃন্দ। সবার উপস্থিতিতে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

জানা যায় তাদের এই কার্যক্রম প্রতি বছর ধারাবাহিক ভাবে চলে আসছে। এবং এবছর রমজান মাসে তাদের চর্তুথ ধাপের শেষ কর্মসূচি এটি।  আল বশির এন্ড সৈয়দা ফাউন্ডেশন মূলত তাদের বাবা মায়ের নামে নাম করন করা হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সবাই মিলে এটি পরিচালনা করে আসছেন। এবং তাদের অর্থায়নে বিভিন্ন সময়ে গরীব অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে আসছেন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি নেছার আহমেদ তার বক্তব্যে বলেন আমি তাদের কর্মসূচিতে বিভিন্ন সময় অংশগ্রহণ করে থাকি। তাদের এই কর্মসূচি বিগত বছরগুলোতেও চলে আসছে। আপনারা যারা যারা এখানে এসে বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতা পাচ্ছেন আপনার সবাই আশিকুর রহমান এর বাবা-মা ও পরিবারের সবার জন্য দোয়া করবেন। 

এসময়ে আল বশির এন্ড সৈয়দা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান বলেন অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ। আমরা পাঁচ ভাই ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের বাবা, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। আজ আমাদের বাবা নেই। আমরা চাই যে আমাদের বাবার কার্যক্রম গুলো আমরা মৃত্যুর আগে পর্যন্ত চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনার সবাই আমাদের জন্য এবং প্রবাসে থাকা দুই ভাই ও তাদের পরিবারে জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমরা এভাবে মানুষের জন্য,সমাজের জন্য কাজ করে যেতে পারি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন