সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে বাংলাদেশ ছাত্রলীগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগ নেতৃবৃন্দরা।
আজ শনিবার (৯ই মে) দুপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে বাংলাদেশ ছাত্রলীগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগ।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. মোঃ মজনু মিয়া ও সাধারণ সম্পাদক ডা.মাইদুল ইসলামের নেতৃত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইন্টার্নি চিকিৎসক পরিষদ এমবিবিএস উইং এর সভাপতি দেবাশীষ আচার্য,সর্বজিৎ রায়, সাধারণ সম্পাদক নাজমুলুর রহমান, ফাহাদ আল হাসান ইন্টার্নি চিকিৎসক পরিষদ ডেন্টাল উইং এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক কামুরুজ্জামান তুহিন, সন্ধানী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ইউনিটের সাবেক সাধারন সম্পাদক মঞ্জুরুল হক তাহির, লিও ক্লাব অব এসএসএমসির সাধারণ সম্পাদক শিহাব আহাম্মেদসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. মোঃ মজনু মিয়া জিবি নিউজকে জানান, "এই করোনাকালে গরীব অসহায় ও এতিমদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী । বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনা এবং মানবিক মূল্যবোধ থেকে দেশের এই ক্রান্তিলগ্নে বিভিন্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, অসহায় দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আজ আমরা এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি।"
তিনি আরো জানান, "বাংলাদেশ ছাত্রলীগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শাখার পক্ষ থেকে বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে অসহায় দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে জরুরী ঔষধ সরবারহ করেছি আমরা। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে স্যানিটাইজার বিতরণ, জীবাণুনাশক স্প্রে ছিটানো, খাবার বিতরণ করে যাচ্ছি। এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডাক্তারদের নিয়ে আমরা মেডিকেল টিম গঠন করে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছি।"
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা.মাইদুল ইসলাম জিবি নিউজকে জানান, " করোনা মহামারী বাংলাদেশে ছড়িয়ে পড়তে না পারে এবং করোনার ছোবল বাংলাদেশের মানুষকে আক্রান্ত করতে না পারে সেজন্য দেশরত্ন শেখ হাসিনা শুরু থেকেই অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন। যাদের সামান্য উপার্জন, যারা দিন আনে দিন খায় তাদের তিনি ইতোমধ্যে প্রণোদনা দিয়েছেন। আজো তার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ।"
তিনি আরো জানান, "প্রতিটি মানবিক সঙ্কটে বাংলাদেশ ছাত্রলীগ সবার আগে এগিয়ে আসে। শুরু থেকেই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় দুস্থ মানুষের জন্মায স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগ দিনরাত নানামুখী সেবা প্রদান করে যাচ্ছে।"
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন