সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
অসহায় দুস্থ মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে নিজ উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করলো ইডেন কলেজ ছাত্রলীগ।
আজ সোমবার ( ১০ই মে) বিকেলে রাজধানী ঢাকার পলাশী মোড়ে ইডেন কলেজ ছাত্রলীগ প্রায় ২০০ অসহায় ও দুস্থ পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে। ইডেন কলেজ ছাত্রলীগ শাখার কর্মী রুপা দত্তের নেতৃত্বে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইডেন কলেজ ছাত্রলীগ শাখার একজন নিবেদিত কর্মী রুপা দত্ত জিবি নিউজকে জানান, "আপনারা জানেন এই করোনাকালে গরীব অসহায় ছিন্নমূল মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী । তাছাড়া বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনাও রয়েছে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি। সে লক্ষে ইডেন মহিলা কলেজ শাখার ছাত্রলীগ মানবতার হাত বাড়িয়ে সেবা দিয়ে যাচ্ছে। আজকে আমরা প্রায় ২০০ জন অসহায়-ছিন্নমূল ও দুস্থ পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি এবং এই কার্যক্রম ত্রিশ রমজান পর্যন্ত অব্যাহত রাখবো।"
তিনি আরো জানান, "যারা বিত্তবান তাদেরকে বলবো, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য। যেমনটি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ মানবতার হাত বাড়িয়ে দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিভিন্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, অসহায় দুস্থ মানুষের সেবা করে যাচ্ছে। এক্ষেত্রে ইডেন মহিলা কলেজ শাখার ছাত্রলীগ পিছিয়ে নেই। আমাদের ছাত্রলীগের প্রতিটি ইউনিট দেশব্যাপী অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। এটাই হল মানবতা।"
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন