লন্ডনে শ্রীরামসি ওয়েলফেয়ার এসোসিয়েসন ইউকের উদ্যোগে শ্রীরামসি গণহত্যায় নিহতদের স্মরণে মিলাদ মাহফিল

জিবিনিউজ 24 ডেস্ক //

১৯৭১সালের ৩১ আগস্ট সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে পাকহানাদার বাহিনী তাদের দেশীয় দোসরদের সহায়তায় নারকীয় তান্ডব চালিয়ে গ্রামের সহজ সরল শান্তিপ্রিয় ১২৬ জন মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে। নারকীয় এ হত্যাকান্ডের পরপরই পাকসেনারা শ্রীরামসি গ্রামে ঢুকে গ্রামের প্রায় ২৫০টি ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেয়। স্বাধীনতার পর থেকে দেশে বিদেশের শ্রীরামসি গ্রামের বাসিন্দারা দিনটিকে আঞ্চলিক শোক দিবস হিসেবে স্মরণ করে আসছেন।

গত ৩১ আগস্ট সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে শ্রীরামসি ওয়েলফেয়ার এসোসিয়েসন ইউকের উদ্যোগে আয়োজন করা হয় দোয়া মাহফিলের।

দোয়া মাহফিলে জড়ো হয়েছিলেন শহীদ পরিবারের সদস্যরা। শ্রীরামসি ওয়েলফেয়ার এসোসিয়েসন ইউকের নেতৃবৃন্দ জানিয়েছে তারা প্রতিবছরই যুক্তরাজ্যে সেই সকল শহীদদের স্মরণ করে থাকেন। তারা আশা করছেন সরকার অন্যান্য জায়গার মত শ্রীরামসি গ্রামের গণহত্যারও বিচার করবেন।

সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন এর পরিচালনায় দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন শ্রীরামসি যুব সংস্থার সভাপতি তফজ্জুল হোসেন, শ্রীরামসি ওয়েলফেয়ার এসোসিয়েসন ইউকের সহ সভাপতি আমির হোসেন। উপস্থিত ছিলেন কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, আমির হোসেন, উমর আলী, আবর আলী, ইসলাম উদ্দিন, বিলাল উদ্দীন আলী, আঙ্গুর আলী, জমশেদ আলী, মুক্তার মিয়া, আব্দুল কাহার, আব্দুল আহাদ, ড: আব্দুল হান্নান, তবরিছ আলী, আবুল মালিক মানিক, আব্দুল মছব্বির দুলু, আরফিক আলী, সৈয়দ গোলাব আল,ি আনছারুল হক, রেদওয়ান খান প্রমুখ।

বাদ জোহর অনুষ্ঠিত মিলাদ মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের খতিব মোহাদ্দিস নজরুল ইসলাম। সহযোগিতায় ছিলেন, ব্রিকলেইন মসজিদের হাফেজ মতিউল হক, সাজ্জাদুর রহমান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন