ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের ঈদ উপহার সামগ্রী পেল আড়াই শত দুস্থ ও অসহায় পরিবার

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

"ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে, প্রতিটি মানুষ জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে" এই শ্লোগানকে সামনে রেখে আড়াই শত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করলো ঐতিহ্যবাহী পুরান ঢাকার বহুল জনপ্রিয় সামাজিক সংগঠন "ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম।"

আজ সোমবার ( ১০ই মে) দুপুরে রাজধানী ঢাকার লালবাগ শহীদ হাজী আব্দুল আলীম খেলার মাঠে অসহায় ও সুবিধাবঞ্চিত আড়াই শত পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করে ঐতিহ্যবাহী পুরান ঢাকার বহুল জনপ্রিয় সামাজিক সংগঠন "ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম।" খাদ্য সামগ্রী তালিকা ছিল পোলাউর চাল, আটা, তেল, সেমাই, চিনি, নুডুলস ও দুধ ইত্যাদি। 

"ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে প্রতিটি মানুষ জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে" এই শ্লোগানকে সামনে রেখে দরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠন।

ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সভাপতি লায়ন মোঃ আশরাফ আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসাইন এর নেতৃত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার কাজি মহাম্মদ আব্দুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব, আলী জাবেদ, কোষাধক্ষ্য মোহাম্মদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকের, প্রচার সম্পাদক মোঃ সজিব হাসান, দপ্তর সম্পাদক আব্দুল কাদের সোহেল, সম্পাদক সুলতান আহমেদসহ সংগঠনের কার্যনির্বাহী সদস্য বৃন্দ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর লালবাগ থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ আমেল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডক্টর রেজাউল কবির রকি, জাতীয় পার্টির যুগ্ম যুব বিষয়ক সম্পাদক দীন ইসলাম।

সংগঠনের সভাপতি লায়ন মোঃ আশরাফ আলী জিবি নিউজকে জানান, "এই করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে সারা দেশের ব্যবসায়ী, সাধারণ খেটে খাওয়া মানুষসহ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত সকল শ্রেণী-পেশার মানুষ বিপর্যস্ত জীবনযাপন করছে। সমাজের সচেতন সামর্থ্যবান প্রতিটি নাগরিকের আজ তাদের পাশে সহযোগিতা সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়ার সময়। সামাজিক সংগঠন হিসেবে ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম এক ঝাঁক উদ্যমী কর্মীদের সমন্বয়ে গতবারের ন্যায় এবারও আড়াই শত অসহায় পরিবারের মাঝে  ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছে।"

তিনি আরো জানান, "এই করোনা মহামারীতে যাদের সামান্য উপার্জন, যারা দিন আনে দিন খায় তাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়েস। যারা বিত্তবান তাদেরকে বলবো, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য। দেশের এই ক্রান্তিলগ্নে যারা মানবতার হাত বাড়িয়ে সেবা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।"

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন