শোকের মাসে ইতিহাস রচিত হলো

আবু হোসেন 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরূপ শোকের মাসে প্রথম অগাস্ট থেকে শুরু করে ৩১ অগাস্ট পর্যন্ত লন্ডনের বিভিন্ন অলিগলি ধরে প্রতিদিন পাঁচ কিলোমিটার হেঁটে এক অনন্য ইতিহাস রচিত  হলো। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু এবং তার পরিবার নৃশংসভাবে হত্যা করার পর সেদিন থেকে আজ অবধি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু এভাবে মাসব্যাপী পাঁচ  কিলোমিটার হাঁটার নজির এই প্রথম।

 মাসব্যাপী চ্যারিটি মূলক হাঁটার উদ্যোগ নেন সাবেক ভিপি ইকবাল হোসেন এবং তার সাথে প্রতিদিন হেঁটে সহযোগিতা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্যও বাংলাদেশি টিচার্স এসোসিয়েশনের  সভাপতি আবু হোসেন। সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আহমেদ ফকর কামাল। এখানে উল্লেখ্য এই চ্যারিটি মূলক হাঁটায় উত্তোলিত টাকা মাহতাব মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে সুনামগঞ্জে গরীব দুঃখী মানুষের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য টিউবওয়েল স্থাপন করা হবে ।
 
মাসব্যাপী এ হাঁটার পরিসমাপ্তি ঘটে আজ ৩১ শে অগাস্ট দুপুরে ১১:৩০ টার সময় লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনার আলতাব আলী পার্কে এক আলোচনা সভার মাধ্যমে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব শফিকুর রহমান চৌধুরী। 

আবু হোসেনের সঞ্চালনায় এখানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ( ভিডিও লিংক) শফিকুর রহমান চৌধুরী, ইকবাল হোসেন, সাবেক মেয়র সেলিম উল্লাহ, এডভোকেট শাহ ফারুক আহমেদ, শহীদ আলি, খসরুজ্জামান খসরু, আলতাফুর  রহমান মিতা, আহমদ ফকর কামাল, আনসারুল হক, মোবারক আলী, শফিকু আহমেদ, মোস্তফা কামাল মিলন, সিরাজুল বাসিত চৌধুরী, মিসবাহ কামাল, ডক্টর রোয়াব উদ্দিন, হাবিবুর রহমান, মাহবুব হোসেন, আলিমুজ্জামান, শাইদা চৌধুরি, সাজেদা আক্তার চাইনা, আনোয়ার কামাল, জলিল চৌধুরী, আঙ্গুর আলী,আলম হোসেন, বাতিররূল হক সরদার, নিয়াজুল ইসলাম চৌধুরী, শামীম আহমেদ ,প্রমূখ।

বক্তারা তাদের বক্তৃতায় নতুন এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির অংশ হিসাবে প্রতিদিন পাঁচ কিলোমিটার হেঁটে  ইকবাল হোসেন, আবু হোসেন, শহীদ আলি, ও আহমদ ফকর কামাল এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন। বর্ষীয়ান নেতা,  যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি শ্রদ্ধাভাজন সুলতান মোহাম্মদ শরীফ এই কর্মসূচির ভোয়সী প্রশংসা করেন এবং এরকম নতুন উদ্যোগের জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত শফিকুর রহমান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার সংগ্রামে সকলের সহযোগিতা ও তাঁর  দৃঢ়  প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন