ঈদের ছুটি নিয়ে বিভ্রান্তি

জিবিনিউজ 24 ডেস্ক //

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বৃহস্পতিবার (১৩ মে) অথবা শুক্রবার (১৪ মে) মুসলমান‌দের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। এদিকে ঈদুল ফিতরের ছুটি আগামীকাল বুধবার (১২ মে) নাকি পরদিন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।

এর আগে গত ৫ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপনে ১২ মে থেকে ঈদের ছুটি শুরু হবে বলে জানানো হয়। তবে ছুটি সংক্রান্ত সরকারি ক্যালেন্ডারে ১৩ মে থেকে ঈদের ছুটি শুরু হবে বলে উল্লেখ করা হয়েছে। ফলে কবে থেকে ঈদের ছুটি শুরু এ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়।

 

নিয়মানুযায়ী, রমজান মাস ২৯ দিনে শেষ হলে তিন দিন আর ৩০ দিনে শেষ হলে ঈদের ছুটি থাকে চার দিন। সে হিসেবে বুধবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা। তবে মঙ্গলবার (১১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন গণমাধ্যমকে বলেন, বুধবার নয়, এবার বৃহস্পতিবার (১৩ মে) থেকেই ঈদের ছুটি শুরু হচ্ছে। সে হিসেবে শনিবার (১৫) পর্যন্ত তিনদিন ঈদের ছুটি থাকছে।

তবে ঈদের ছুটি সংক্রান্ত কোন প্রজ্ঞাপন এখনো জারি করেনি সরকার। ফলে বিভ্রান্তি রয়েই গেছে। এখন সবাই অপেক্ষা করছেন সরকারের সিদ্ধান্তের ওপর।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন