ওসমানীনগরে দুঃস্থদের নেক ফাউন্ডেশনের খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ সহায়তা

 ওসমানীনগর প্রতিনিধি || 

পারিবারিক ভাবে নেক ফাউন্ডেশন নামীয় স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে যে কোনো দূর্যোগে সমাজের খেটে খাওয়া মানুষের কল্যাণে সাহায্যের হাত অব্যাহত রেখেছেন সিলেটের ওসমানীনগরের বীর মুক্তিযোদ্ধা নায়েক শহীদ নুরুল হক খানের পরিবারের সদস্যরা। করোনা পাদুঁভাবের শুরু থেকে প্রবাসী ওই পরিবারটির সার্বিক তত্বাবধানে নেক ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত মানবিক ও স্বেচ্চাসেবামূলক কার্যক্রমগুলো দেশে-বিদেশে কমিউনিটিতে ব্যাপক প্রশংসা কূড়িঁয়েছে। করোনার ২য় দফা লকডাউন ও রমজান মাসকে ঘিরে নেক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর এলাকার অস্বচ্ছল, সুবিধা বঞ্চিত শতাধিক পরিবারের মধ্যে নগদ এক হাজার টাকা সহ বিতরণ করা হয়েছে খাদ্য সামগ্রী। মঙ্গলবার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাদের নিজ বাড়িতে অনুষ্টিত বিতরণীতে প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান। নেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি সমাজকর্মী আবরার মোস্তফা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সাংবাদিক আব্দুল হাদী, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহির আহমদ মোহনসহ আরও অনেকে। অনুষ্ঠানে অতিথি বৃন্দ বলেন, প্রতিষ্ঠাকাল থেকে এলাকার দুঃস্থ অসহায় ও নিম্ন আয়ের জনগোষ্টির ভাগ্যের উন্নয়নে কাজের পাশাপাশি এলাকার স্কুল,মাদ্রাসার উন্নয়নসহ সার্বিক উন্নয়ন কর্মকান্ডে রাখছে গুরুপূর্ন অবদান রাখছে নেক ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা। নিম্ন আয়ের মানুষের সার্বিক কল্যাণে নেক ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম দেশ ও জাতির অগ্রগতিকে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন। মানবতার কল্যাণে অব্যাহত কার্যক্রমের জন্য নেক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন