বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫২ বাংলাদেশি

 জিবিনিউজ 24 ডেস্ক //

নেপালে আটকে পড়া ৫২ বাংলাদেশি নাগরিক একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। করোনাভাইরাসের কারণে উড়োজাহাজ চলাচল স্থগিত থাকায় হিমালয়া এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে মঙ্গলবার (১১ মে) বিকেল ৩টার দিকে তারা বাংলাদেশে পৌঁছান।

এ তথ্য নিশ্চিত করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ফখরুল আলম বলেন, 'হিমালয় এয়ারলাইনসের চার্টার্ড ফ্লাইটটি বিকেল ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এ ফ্লাইটে ছুটি কাটাতে নেপালে ঘুরতে যাওয়া বাংলাদেশি ছাড়াও কয়েকজন ব্যবসায়ী ছিলেন।'

 

তিনি আরো জানান, বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার পর ফ্লাইটের ৫২ জন যাত্রীকে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সম্প্রতি নেপালে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে বর্তমানে নিয়মিত যাত্রীবাহী উড়োজাহাজ চলাচল স্থগিত আছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন