নিজস্ব প্রতিবেদকঃ
নবীগঞ্জের আউশকান্দি ইউপির অন্তর্ভুক্ত বনগাঁও গ্রামে "আলোকিত সমাজ সমবায়সমিতি" এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে যাওয়া গ্রামের অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১২ মে) সংগঠনের প্রবাসী সদস্যদের অর্থায়নে ও সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে গ্রামের প্রায় শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। সংগঠনের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকশাদ আহমেদ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফাহাদ আহমদ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সমাজসেবী মোঃ মিছলু মিয়া। এসময় উপস্থিত অতিথিরা আলোকিত সমাজ সমবায়সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এবং অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে সবসময় সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কাজ করার আহবান জানিয়েছেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক জুনাইদ আল হাবিব, কোষাধ্যক্ষ মোঃ রুমান মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ মজিদ মিয়া, সদস্য মোঃ ফয়সাল মিয়া সহ অনেকেই। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বনগাঁও পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা কাওসার আহমেদ কামালির মোনাজাতের মধ্যদিয়ে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন