নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য ৭৫ কোটি অনুদান

 জিবিনিউজ 24 ডেস্ক //

করোনাভাইরাস মহামারির কারেণে বন্ধ থাকা নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রায় ৭৫ হাজার কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক সঙ্কটে পড়া নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের (সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ পাঁচ হাজার ৭৮৫ জন এবং কারিগরি শিক্ষা, মাদরাসা শিক্ষা ও সতন্ত্র এবতেদায়ি মাদরাসার ৬১ হাজার ৪৪০ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে প্রত্যেক শিক্ষককে পাঁচ হাজার টাকা এবং প্রত্যেক কর্মচারীকে আড়াই হাজার টাকা) আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে ৪৬ হাজার ৬৩৩ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুকূলে ২৮ হাজার ১৮৪ কোটি টাকাসহ মোট ৭৪ হাজার ৮১৭ কোটি টাকা এককালীন অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন