জিবিনিউজ 24 ডেস্ক //
করোনাভাইরাস মহামারির কারেণে বন্ধ থাকা নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রায় ৭৫ হাজার কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক সঙ্কটে পড়া নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের (সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ পাঁচ হাজার ৭৮৫ জন এবং কারিগরি শিক্ষা, মাদরাসা শিক্ষা ও সতন্ত্র এবতেদায়ি মাদরাসার ৬১ হাজার ৪৪০ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে প্রত্যেক শিক্ষককে পাঁচ হাজার টাকা এবং প্রত্যেক কর্মচারীকে আড়াই হাজার টাকা) আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে ৪৬ হাজার ৬৩৩ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুকূলে ২৮ হাজার ১৮৪ কোটি টাকাসহ মোট ৭৪ হাজার ৮১৭ কোটি টাকা এককালীন অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন