জিবি নিউজ ডেস্ক ।।
করোনা মহামারি আর লকডাউনের কারনে ব্রিটিশ অর্থনীতি এ বছরের প্রথম তিন মাসে ১.৫ % হ্রাস পেয়েছিলো। তবে নতুন পরিসংখ্যানে দেখা যাচ্ছে মার্চের পর থেকে লকডাউন শিথিল হওয়ার সাথে সাথে আবারো ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি।
স্কুল এবং দোকান-পাঠ খুলে দেয়ায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে অর্থনীতি। মার্চ মাসের পরিসংখ্যা দেখা যাচ্ছে ২.১ % ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি। এটি গত আগস্টের পরে সবচেয়ে দ্রুত মাসিক প্রবৃদ্ধি।
তবে মহামারীর পূর্বে অবস্থার থেকে এখনো ৮.৭% কম হয়েছে। তবে যাই হোক না কেন মার্চ থেকে অর্থনীতি ঘুরে দাঁড়ানোকে টানিং পয়েন্ট হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন