এস এম ফজলুঃ
প্রতি বছরের ন্যায় এবারও একদিন আগে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ উল ফিতরের নামায আদায় করলেন শতাধিক পরিবারের মুসল্লী। বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসময় নামাযে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ অংশ নেয়। নামাযে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)। এছাড়া জেলার কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলেও পৃথক পৃথক ঈদের নামায আদায় করার খবর পাওয়া গেছে। নামায শেষে দেশ জাতিসহ ফিলিস্তিনের মসলমান এবং সর্বোপরি করোনা ভাইরাস থেকে সারা বিশ্ব মুক্ত হওয়ার জন্য মোনাজাত করা হয়। আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরীর (পীর সাহেব উজান্ডি) অনুসারী হাফেয মাজেদুল হক সজীব জানান, দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখেই এই নামায আদায় করছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন