জিবিনিউজ 24 ডেস্ক //
অত্যন্ত আনন্দঘন পরিবেশে ব্রিটেনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। করোনা বিধিনিষেধ মেনে, সমাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয়েছে একাধিক ঈদ জামাত। ঈদের জামাতে মসজিদগুলোতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি, নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়। গত বছর ঈদুল ফিতরের জামাত মসজিদে আদায় করতে না পারলেও; এবার মসজিদে ঈদের জামাত আদায় করতে পেরে দারুন খুশি মুসল্লিরা।
এদিকে করোনা মহামারির বিধিনিষেধ মেনে বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন পূর্ব লন্ডনের মুসলিম সম্প্রদায়ের মানুষ। সকাল থেকেই প্রতিটি মসজিদে মুসল্লিদের প্রচন্ড ভীড় লক্ষ্য করা যায়।
ইউরোপের অন্যতম বৃহৎ মসজিদ ইস্ট লন্ডন মসজিদে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কমিউনিটির কয়েক হাজার মানুষ অংশ নেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন