জিবি নিউজ ডেস্ক ।।
ব্রিটেনের স্কটল্যান্ডের গ্লাসগো শহরে ব্যাপক প্রতিবাদে মুখে ইমিগ্রেশন ভ্যানে আটক দুই ব্যক্তিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ইমিগ্রেশন পুলিশ।
পুলিশ জানায় গ্লাসগো সাউথ সাইডের কেনমুর স্ট্রিটে একটি ইমিগ্রেশন ভ্যানে অভিবাসীদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে মনে করে ভ্যানটি ঘিরে রাখে মানবাধিকার কর্মীসহ স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে এই বিক্ষোভের সূত্রপাত হয়। বিক্ষোভকারীরা গাড়ীটি ঘেরাও করে রাখে। এমনকি এক ব্যক্তি ভ্যানের নিচে হামাগুড়ি দিয়ে প্রবেশ করে যাতে করে গাড়ীটি যেতে না পারে।
কিছু প্রতিবাদকারীকে বলতে শুনা যায়, ‘আমাদের প্রতিবেশীদের যেতে দাও’ । প্রতিবাদ সমাবেশে কয়েকশ লোক জড়ো হয়েছিলেন বলে জানায় বিবিসি।
স্কটল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানায়, জনগনের বিক্ষোভের কারনে শেষ পর্যন্ত আটক দুই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন পুলিশ কর্মকর্তা মার্ক সাদারল্যান্ড।
পুলিশ জানায় জনস্বাস্থ্য, বিক্ষোভকারীদের সুরক্ষা এবং ঝুঁকির কথা চিন্তা করেই আটকৃতদের ছেড়ে দেয়া
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন