জিবিনিউজ 24 ডেস্ক //
চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আরো দুই আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন মোতালেব মিয়া (ওয়াসিম) ও আনোয়ার হোসেন। বর্তমানে তারা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
রোববার (১৬ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জানান, আনোয়ার ও ওয়াসিম মিতু হত্যায় হওয়া পুরনো মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। নতুন মামলায় তাদেরকে আসামি করা হয়েছে। এই দুইজনকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়। পরে আদালত তাদেরকে গ্রেপ্তার দেখানো নির্দেশ দেয়।
২০১৬ সালের ৫ জুন ভোরে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে বের হওয়ার পর চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মিতুকে। তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আকতারের বিরুদ্ধে গত ১২ মে পাঁচলাইশ থানায় মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সেদিনই বাবুলকে আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন