জিবিনিউজ 24 ডেস্ক //
গ্রুপ সেলফি তোলার সময় হুড়োহুড়িতে পর্যটকদের একটি অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা ডুবে সাতজন নিহত হয়েছেন। এতে দুইজন এখনও নিখোঁজ রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার (১৫ মে) ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের বায়োলালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
রোববার (১৬ মে) কেন্দ্রীয় জাভা পুলিশ কর্মকর্তা আহমাদ লুতফি বলেন, ওই নৌকাটিতে ২০ জন যাত্রী ছিলেন। তারা গ্রুপ ছবি তোলার জন্য যখন নৌকার একপাশে একত্রিত হন তখন এই দুর্ঘটনা ঘটে। ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি সাংবাদিকদের জানান।
তিনি বলেন, যখন ২০ জন যাত্রী একসঙ্গে সেলফি তোলার জন্য নৌকার ডানদিকে একত্রিত হন তখন নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। পুলিশ এই ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ এবং ১১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। এতে এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় নৌকা পরিচালনায় কোনো ধরনের অব্যবস্থাপনা ছিলো কি-না সেটা তদন্ত করে দেখা হবে। নৌকাটি ১৩ বছর বয়সী একজন চালাচ্ছিলেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন