জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রেখে পুলিশে সোপর্দ ও গ্রেফতার-নিন্দার ঝড়

জিবি নিউজ কানাডা  ||

বাংলাদেশ সচিবালয়ের  স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে তার পেশাগত দায়িত্ব পালনকালে পাঁচ ঘণ্টা আটকে রেখে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় অভিযোগ এনে সোমবার রাতে শাহবাগ থানায় একটি মামলাটি দায়েরের পর তাকে রাত ১২টায় গ্রেফতার দেখানো হয়েছে।

রোজিনা ইসলামকে হেনেস্তার প্রতিবাদ, মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে থানার সামনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা বিক্ষোভ করেছেন  ও স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগও দাবি করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিকেল তিনটা থেকে  রাত সাড়ে ৮টা পর্যন্ত আটকে রেখে শাহবাগ থানার পুলিশের কাছে রোজিনা ইসলামকে হস্তান্তর করে.মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ স্পর্ধিত আচরণ সম্পূর্ণ বেআইনী, বিদ্বেষ প্রসূত, সংবাদপত্রের স্বাধীনতা ও মানবাধিকারের পরিপন্থী।

করোনাকালীন জনগণের স্বাস্থ্য অধিকার রক্ষায় মন্ত্রণালয়ের দুর্বলতা, বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম রোজিনা ইসলাম তাঁর প্রতিবেদনে তুলে ধরেছেন এমন একজন সাংবাদিককে পেশাগত কাজে বাধা দেয়া বা আটক করা লজ্জাজনক যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
 
আমি  দেলোয়ার জাহিদ, ডিভ[র্স এডমন্টন, কানাডা সম্পাদক ও সাবেক সভাপতি , কুমিল্লা প্রেসক্লাব, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন এ ঘটনায় প্রতিবাদী  সাংবাদিকদের সাথে একাত্মতা ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছি ।

  বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্বাস্থ্য খাতে সুশাসন ও জবাবদিহিতা,জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে রোজিনা ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে দিয়ে , তাকে হেনেস্তাকারীদের  বিরুদ্ধে তদন্ত করে বিচার, সে সাথে  স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের পদত্যেগের দাবি জানাচ্ছি ।
 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন