জিবিনিউজ 24 ডেস্ক //
গ্রেপ্তার সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের বিষয়ে স্বরাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা এ বিষয়ে ‘আশ্বাস পাওয়ার’ কথা জানিয়েছেন।
মঙ্গলবার (১৮ মে) সচিবালয়ে পৃথকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দেখা করেন প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
সাক্ষাতের পর সচিবালয়ে ফরিদা ইয়াসমিন সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, রোজিনার চিকিৎসা এবং কারাগারে যাতে নতুন করে হেনস্থা হতে না হয়ে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাধ্যমত দেখার আশ্বাস দিয়েছেন।
আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার শুনানিতে রোজিনার জামিনের আশাও প্রকাশ করেন বলে প্রেস ক্লাবের সভাপতি অপেক্ষারত সাংবাদিকদের জানান।
ফরিদা ইয়াসমিন বলেন, তথ্যমন্ত্রীও বিষয়টার সুন্দর সমাধানের কথা বলেছেন। রোজিনা ইসলামের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গেও কথা বলবেন বলে জানান ফরিদা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাতে তারা যেসব বিষয় তুলেছেন, সেগুলো নিয়ে তিনি বলেন, রোজিনার সুচিকিৎসার ব্যবস্থা করা। যেহেতু কারাগারে পাঠানো হয়েছে, ওইখানে (জেলখানায়) যেন নতুন করে হেনস্থা করা না হয়। এটা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সাধ্যমত দেখবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে, বৃহস্পতিবার যে জামিন শুনানি হবে, সেখানে হয়ত জামিন হয়ে যাবে।
প্রেসক্লাবের সভাপতি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এটাও বলেছেন যে সাংবাদিকদের সঙ্গে সরকারের কোনো রকম একটা ভুল বোঝাবুঝি হোক তা তারা চান না। এটার সুষ্ঠু একটা সমাধান হোক তা তারাও চান ।
আলাপকালে হেনস্থাকারীদের বিচারের জোরালো দাবি তোলা হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে স্বরাষ্ট্রমন্ত্রী 'ওইভাবে' এই বিষয়ে কিছু বলেননি। তিনি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।
ফরিদা ইয়াসমিন বলেন, আমরা স্পষ্ট করে বলেছি যে, তল্লাশির নামে হেনস্থা করা হয়েছে রোজিনাকে। এটার বিচার করতে হবে।
তিনি আরো বলেন, এটা এমন কোনো অপরাধ না যে, তাকে জামিন দেওয়া যাবে না। মন্ত্রীকে বলেছি বৃহস্পতিবার জামিনের ব্যবস্থা করতে হবে। আর আরেকটা কথা বলেছি যে, রোজিনার মুক্তি চাই।
প্রেসক্লাব নেতারা মঙ্গলবার সচিবালয়ের কার্যালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেন। ফরিদা ইয়াসমিন বলেন, তথ্যমন্ত্রীও বলেছেন বিষয়টা সুন্দরভাবে সুস্থভাবে সমাধান হোক তা তারা চান।
প্রসঙ্গত, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার তার জামিনের বিষয়ে শুনানি হতে পারে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রোজিনা ইসলামকে ঢাকার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। বিচারক শুনানি শেষে রিমান্ডের আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে রোজিনা ইসলামকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কক্ষ থেকে ‘গুরুত্বপূর্ণ সরকারি নথি সরানো ও মোবাইলে নথির ছবি তোলার’ অভিযোগে দায়ের করা মামলাটির বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন