জুড়ী(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে একটি বস্তার দোকানে প্লাস্টিকের বস্তা থেকে আগুনের সূত্রপাত হয়
ভয়াবহ আগুন লেগে প্রায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ঘটনাটি রবিবার (১৬/মে) রাত আনুমানিক ৯ ঘটিকা সময় জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নাইট চৌমুহনী। করিমের বস্তার দোকানে প্লাস্টিকের বস্তা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। পাশাপাশি শরিফ উদ্দিন এর গ্যাস সিলিন্ডারের দোকান ও পেট্রোল এর দোকানে আগুন লেগে যায়। জানা গেছে, ওই দিন শরিফ উদ্দিন এর দোকানে আগুন লেগে গ্যাস সিলিন্ডারের দোকান ও পেট্রোল এর দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন দেখে আশ-পাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে লেগে পড়ে। খবর পেয়ে
কুলাউড়া ফায়ার সার্ভিস ইউনিট, বড়লেখা ফায়ার সার্ভিস ইউনিট রাজনগর ফায়ার সার্ভিস ইউনিট সহ ৬টি ইউনিটের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।এতে ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনে রাত আনুমানিক ১১. ঘটিকায়।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্লাস্টিকের বস্তা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।আগুনের সূত্রপাত এর বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে,ফায়ার সার্ভিস জানিয়েছেন,প্রাথমিকভাবে ধারণা করা যায় প্লাস্টিকের বস্তা থেকে আগুনের সূত্রপাত হয়। জুড়ী থানা অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী গ্যাস সিলিন্ডারের দোকান ও পেট্রোল এর দোকানে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন