জিবি নিউজ ডেস্ক।।
মৌলভীবাজার শ্রীমঙ্গলে উদনারপাড় ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক যুবতির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ ।
লাশটির পা বাঁধা ছিল এবং গলায় ও মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে।
মঙ্গলবার (১৮ মে) সকাল ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ সালেক বলেন, সকালে উদনার ব্রিজের নিচে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে তাৎকনিক পুলিশকে খবর দেন এবং খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ূন কবির পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
পরে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন