সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

মোজাম্মেল আলম ভূঁইয়া- প্রতিনিধি,সুনামগঞ্জ: সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও এডভোকেসি ফোরাম কমিটি। আজ বুধবার (১৯ মে) দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- সুজনের জেলা কমিটির সভাপতি এডভোকেট হোসেন তওফিক চৌধুরী, উপদেষ্টা সৈয়দ মহিবুল ইসলাম, সহ-সভাপতি আলী হায়দার, শাহিনা চৌধুরী রুবি, সাধারণ সম্পাদক ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার, অর্থ সম্পাদক ফারুক মিয়া, সদস্য মাইদুল ইসলাম, খলিল রহমান প্রমুখ। অনুষ্ঠিত মানববন্ধনের বক্তারা বলেন- সাংবাদিক রোজিনা ইসলামের সাথে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। একজন নারী সাংবাদিকের ওপর স্বাস্থ্য বিভাগের এই আচরণ কোন ভাবেই গ্রহণযোগ্য না। এই ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের প্রতি হুমকি। তথ্য অধিকার আইন প্রণয়নের পরেও সরকার “ অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ” নামের বৃটিশ আমলের কালাকানুন বহাল রেখেছে। সারাদেশ ব্যাপী সাংবাদিকদেরকে নানা ভাবে মিথ্যা মামলা-হামলা করে হয়রানী করা হচ্ছে। এসব অন্যায় বন্ধ করে সংবাদপত্র ও সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা চাই। তাই বর্তমান সরকারকে এই বিষয়গুলো ভেবে দেখার জন্য আহবান জানাচ্ছি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন