জিবিনিউজ 24 ডেস্ক //
বিচ্ছেদ পাকা করতে আইনজীবী নিয়োগ করেছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস ও তার থেকে আলাদা থাকা স্ত্রী মেলিন্ডা। এ খবর দিয়েছে অনলাইন নিউ ইয়র্ক পোস্ট।
কোটি কোটি টাকার কারবার। তা বুঝে পাওয়া চাট্টিখানি কথা নয়। সাধারণ ক্যালকুলেটরে এ হিসাব ধরে না। তাই অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের বিচ্ছেদে বিপরীত অবস্থানে থেকে যেসব আইনজীবী কাজ করেছিলেন, তাদেরকেই নিয়োগ করেছেন বিল গেটস ও মেলিন্ডা।
ম্যাকেঞ্জি স্কটের পক্ষে আইনজীবী ছিলেন টেড বিলবি। তাকে নিয়োগ করেছেন বিল গেটস। অন্যদিকে জেফ বেজোসের পক্ষে কাজ করেছিলেন শেরিফ অ্যান্ডারসন। তাকে বেছে নিয়েছেন মেলিন্ডা গেটস।
উল্লেখ্য, ২০১৯ সালে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন জেফ বেজোস এবং ম্যাকেঞ্জি স্কট। ওই বিচ্ছেদের ফলে জেফ বেজোসের কাছ থেকে ম্যাজেঞ্জি যে অর্থ পান, তাতে তিনি বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী নারী হয়ে ওঠেন। তাদের পথ ধরে ২৭ বছর দাম্পত্য জীবন এবং ৭ বছরের প্রেমপর্বের ইতি টানার ঘোষণা দিয়েছে বিল গেটস এবং মেলিন্ডা দম্পতি।
গত ৩রা মে তাদের এমন ঘোষণায় সারাবিশ্বে তোলপাড় হয়। এখন পর্যন্ত গেটস দম্পতির মোট অর্থের পরিমাণ ১৩ হাজার কোটি ডলার। তাদের মধ্যে এই সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিয়ের আগে কোনো চুক্তি হয়নি। তবে তারা আলাদা হয়ে যাওয়ার চুক্তি করেছেন বলে দাবি করা হয়েছে।
বিচ্ছেদে, ভরণপোষণ বাবদ কোনো আর্থিক সহায়তা চাইছেন না মেলিন্ডা গেটস। এরই মধ্যে মেলিন্ডা গেটসকে ৮৫ কোটি ডলার অর্থ হস্তান্তর করেছেন বিল গেটস।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন