অপুর বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগ ‘ষড়যন্ত্র’ নয় ‘ভুল বোঝাবুঝি’

জিবিনিউজ24ডেস্ক//

চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে যে চেক প্রতারণার অভিযোগ উঠেছিলো, তা নিছক ভুল বোঝাবুঝি ছিলো বলে দাবি করেছেন তিনি।

অপু বিশ্বাস বলেন, আমরা অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা শুরু করেছিলাম। সরল মনে তার কাছে আমার চেকবই রেখেছিলাম। কারণ কখনো টাকা প্রয়োজন হলে ব্যাংক থেকে যেন তুলে নিতে পারেন। এই সুযোগেই তিনি আমার বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগ তুলেন। পরে তিনি তার ভুল বুঝতে পেরেছেন। এ নিয়ে তিনি আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে তিনি লজ্জিত! যেহেতু তিনি তার ভুল বুঝতে পেরেছেন তাই আমিও আর বিষয়টি নিয়ে সামনে এগোইনি। আর আমাদের ব্যবসা অনেক আগেই বন্ধ করে দিয়েছি।

 

সম্প্রতি ঢাকাই চলচ্চিত্রের এই চিত্রনায়িকার বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পাঠান বাদশাহ বুলবুল নামে এক ব্যবসায়ী। পাঁচ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে গত ১৯ জুলাই ঢাকার জজ কোর্টে অ্যাডভোকেট মো. মনজুর আলমের মাধ্যমে এই নোটিশ পাঠান বাদশা বুলবুল।

নোটিশে বলা হয়, ওই ব্যবসায়ীর সঙ্গে অপু বিশ্বাসের সুসম্পর্ক ছিল। সেই সুবাধে প্লট কেনার কিস্তি পরিশোধ, ব্যক্তিগত গাড়ি ও ফ্ল্যাট কেনার জন্য অপু ওই ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ঋণ নেন।

গত ৭ জুলাই সে ঋণ পরিশোধের অংশ হিসেবে পাঁচ লাখ টাকার একটি চেক দিলেও অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ না থাকায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ সেটি ফেরত দিয়েছে।

বিষয়টি অপুকে জানানো হলে তিনি কালক্ষেপণ করতে থাকেন এবং এক পর্যায়ে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

নোটিশে অপুকে ৩০ দিনের মধ্যে সব অর্থ পরিশোধের জন্য বলা হয়েছে। তা না করা হলে তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

কোটি টাকার কাবিন’-খ্যাত অভিনেত্রী ওই সময় বলেছেন, আমি নিজে কিছু করবো বলে বগুড়ায় আমাদের পরিবারিক কিছু সম্পত্তি বিক্রি করে বাদশা বুলবুলের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা শুরু করি। সরল মনে তার কাছে আমার চেকবই রেখেছিলাম। কারণ কখনো টাকা প্রয়োজন হলে ব্যাংক থেকে যেন তুলে নিতে পারেন। কিন্তু, কিছুদিন না যেতেই তার আচরণে পরিবর্তন হতে থাকে। এরপর সিদ্ধান্ত নিই, তার সঙ্গে আর ব্যবসা করবো না এবং চেকবই বাসায় নিয়ে আসি।

তিনি বলেছেন, তখনো বুঝিনি চেকের দুটি পাতা তিনি রেখে দিয়েছেন। এদিকে, আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে ফেলি এবং চেকের দুটি পাতা না পাওয়ার কারণে থানায় জিডি করে রাখি। চেক প্রতারণার অভিযোগ পুরোপুরি একটা ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আমি মানহানির মামলা করবো।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন