জামিন পেলেন ধর্মগুরু গুরমিত

 জিবিনিউজ 24 ডেস্ক //

ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে প্যারোলে মুক্তি দিয়েছে দেশটির আদালত। নিজের দুই নারী শিষ্যকে ধর্ষণ ও রাম চান্দের ছত্রপতি নামে এক সাংবাদিককে খুনের মামলায় ২০ বছর দণ্ডপ্রাপ্ত রাম রহিম অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্য গত ১৭ মে প্যারোলের আবেদন করেন।

ভারতের হরিয়ানা রাজ্য পুলিশ তার আবেদন মঞ্জুর করে। শুক্রবার সকালেই তাকে জেল থেকে ছাড়া হয়। রোহতকের সুনারিয়া জেল থেকে রাম রহিম এদিন গুরগাঁওতে নিজের মাকে দেখতে যায়। তার এই সফরে কড়া পুলিশ নিরাপত্তা ব্যবস্থা ছিল।

 

২০১৭ সালের ২৫ আগস্ট দুই নারী শিষ্যকে ধর্ষণ মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করে দেশটির আদালত। এই মামলায় আলাদা আলাদা করে ১০ বছরের জন্য সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আদালত। এরপর ২০১৯ সালে ১১ জানুয়ারি সাংবাদিক খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয় রাম রহিমের। ডেরার ম্যানেজার রঞ্জিত সিংয়ের খুনের ঘটনাতেও আদালতে মামলা বিচারাধীন।

জানা গেছে, প্যারোলে মুক্তির সময় রাম রহিমের অবস্থান গোপন রাখা হয়েছে যাতে তার ভক্তরা জমায়েত না করতে পারে। গুরমিতের প্যারোলে মুক্তি নিয়ে সরকারি কর্মকর্তারা কিছু বলতে চাননি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন