সিলেটে খাসিয়ার গুলিতে ৫ বাংলাদেশী পাথর শ্রমিক আহত

আবুল কাশেম রুমন,সিলেট:

সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্তের নলজুরী এলাকার খাসি নদীর ভারতের অভ্যন্তরে নদীর উৎসমুখ হতে পাথর সংগ্রহ করতে গেলে ভারতীয় খাসিয়ারা বাংলাদেশী শ্রমিকদের উপর গুলি চালায়। এ ঘটনায় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত অনুমানিক ৯ টার দিকে তুমুল বৃষ্টির সময় জৈন্তাপুর উপজেলার মোকামবাড়ি ও গোয়াইনঘাট উপজেলার নলজুরী এলাকার মধ্যবর্তী ১২৭৫/৫ এস নং পিলার এলাকার খাসী নদীতে প্রতিদিনের ন্যায় পাথর আনতে গেলে ভারতীয় খাসিয়ার নিজেদের ভূখন্ড অবৈধ প্রবেশ করার কারণে বাংলাদেশী শ্রমিকদের উপর ২ রাউন্ড গুলি ছুঁড়ে। এ ঘটনায় ৫ জন পাথর শ্রমিক আহত হয় বলে স্থানীয়রা জানায়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যাই। এ ঘটনায় ভারতীয় খাসিয়ার গুলিতে ২জন আহত হওয়া বিষয়টি নিশ্চিত হয়েছি। আহতদের নাম ঠিকানা সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহনের পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি এ প্রতিবেদকে নিশ্চিত করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন