বিবিসির প্রতারণায় বাবা-মার সম্পর্কের অবনতি: প্রিন্স উইলিয়াম ও হ্যারি

 জিবিনিউজ 24 ডেস্ক //

ব্রিটেনের রাজপুত্র উইলিয়াম অভিযোগ করে বলেছেন, ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) সাক্ষাৎকারের জন্য প্রতারণার আশ্রয় নিয়ে প্রিন্সেস ডায়ানার বিশ্বাস ভঙ্গ করেছিল।

পাশাপাশি তার সঙ্গে প্রিন্স চার্লসের সম্পর্কের অবনতি ঘটিয়েছে। সাম্প্রতিক তদন্তে প্রিন্সেস ডায়ানার এক সাক্ষাৎকার নিয়ে বিবিসির ‘প্রতারণা’র তথ্য প্রকাশের পর বৃহস্পতিবার প্রিন্স উইলিয়াম এমন কঠোর মন্তব্য করলেন। খবর বিবিসিসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের।

 

বিবিসির প্রকাশিত তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫ সালের আলোচিত সেই সাক্ষাৎকারটি নেয়ার জন্য প্রিন্সেস ডায়ানাকে রাজি করাতে ছলনার আশ্রয় নিয়েছিলেন বিবিসির সাংবাদিক মার্টিন বশির। ওই সময় বিবিসিও বিষয়টি চেপে গিয়েছিল।

এক বিবৃতিতে উইলিয়াম বলেন, আমি মনে করি যেসব ছলচাতুরীর মাধ্যমে সাক্ষাৎকারটি নেয়া হয়েছিল, সেগুলো আমার মায়ের বক্তব্যকে দারুণভাবে প্রভাবিত করেছে। আমার মায়ের বক্তব্য প্রচারের পর সাক্ষাৎকারটি আমার মা-বাবার সম্পর্ককে আরও খারাপ করে ফেলেছিল।

তিনি আরও বলেন, বিবিসির এমন কর্মকাণ্ড কতটা গভীরভাবে মায়ের ভয়, আতঙ্ক ও একাকীত্বকে বাড়িয়ে দিয়েছিল। তার শেষ বছরগুলোর কথা আমার মনে আছে।

এদিকে উইলিয়ামের ছোট ভাই প্রিন্স হ্যারি গণমাধ্যমের কঠোর সমালোচনা করে বলেন, অনৈতিক চর্চা এবং অন্যায় সুযোগ নেয়ার প্রভাবে শেষ পর্যন্ত তার মায়ের জীবনটাই কেড়ে নিয়েছে।

ব্রিটেনের দুই কোটি দর্শক দেখেছিলেন ওই ‘প্যানারোমা’ সাক্ষাৎকার, যেখানে ডায়ানা তার সম্পর্কের কথা স্বীকার করে জাতিকে চমকে দেন এবং যুবরাজ চার্লসের সঙ্গে তার বিয়ের বিস্তারিত তুলে ধরেন।

বিবিসির সেই সাক্ষাৎকারে প্রিন্সেস তার জীবন নিয়ে প্রথমবার এমন সব কথা বলেছিলেন যা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। ওই সাক্ষাৎকারে ডায়ানা তার বিখ্যাত উক্তিটি করেছিলেন- ‘এই বিয়েতে ছিলাম আমরা তিনজন।’

সাক্ষাৎকারে ব্রিটিশ রাজপরিবারের ভেতরের একজন সদস্য প্রথম এত খোলাখুলি কথা বলেছিলেন, যেখানে তিনি প্রিন্স চার্লসের সঙ্গে তার অসুখী বিবাহিত জীবন ও তার বুলিমিয়ায় আক্রান্ত হওয়ার কথা বলেন।

এরপর থেকে ডায়ানার ভাই দাবি করে আসছিলেন যে মার্টিন বশির মিথ্যা কথা বলে এ সাক্ষাৎকার নেন। ১৯৯৭ সালে প্যারিসে একটি গাড়ি দুর্ঘটনায় ৩৬ বয়সে মারা যান প্রিন্সেস ডায়ানা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন