গুলি করে ইউক্রেনের বিমান ভূপাতিত করেছে ইরান: কানাডা

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

২০২০ সালের গোড়ার দিকে ইরানে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ব্যাপারে কানাডার আদালতের রায়ে বলা হয়েছে, তেহরানের আকাশে ইচ্ছা করে ইউক্রেনের বিমানটিকে গুলি করা হয়েছিলো। তবে এ রায়কে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। খবর: রয়টার্স।

কানাডার ওন্টারিও হাইকোর্ট বৃহস্পতিবার (২০ মে) এক রায়ে দাবি করেছে, তেহরানের আকাশে ইচ্ছা করে ইউক্রেনের বিমানটিকে গুলি করা হয়েছিলো। এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেও উল্লেখ করে কানাডার ওই আদালত।

 

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, কানাডার আদালত উপযুক্ত দলিল বা সাক্ষ্যপ্রমাণ ছাড়াই যে রায় দিয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি বলেন, কানাডা ভূখণ্ডের বাইরে ঘটে যাওয়া কোনো ঘটনা সম্পর্কে বিচার করার কোনো এখতিয়ার দেশটির আদালতের নেই। কাজেই এ ধরনের রায় দিয়ে কানাডার আদালত প্রকৃতপক্ষে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

ইরানের এই মুখপাত্র ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কানাডা সরকারের একপেশে নীতিতে দুঃখ প্রকাশ বলেন, কানাডার আদালত আমেরিকার আদালতগুলোকে অনুসরণ করে আগে থেকেই অভিযুক্ত নির্ধারণ করে নিয়ে কল্পনাপ্রসূত রায় ঘোষণা করেছে।

খাতিবজাদে বলেন, কানাডার আদালতের এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায় আন্তর্জাতিক আইনকেই কেবল দুর্বল করবে এবং এর ভয়ানক পরিণতি থেকে কানাডা নিজেও রেহাই পাবে না।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে ইরানি জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর ইরান ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন আল-আসাদে ভয়াবহ প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

মার্কিন সেনারা পাল্টা হামলা চালাতে পারে- এই আশঙ্কা মাথায় রেখে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়।

এরকম পরিস্থিতিতে ইউক্রেনের যাত্রীবাহী একটি বিমান লক্ষ্য করে ভুল করে গুলি চালানো হলে বিমানটি ভূপাতিত হয় এবং এর ১৭৬ আরোহীর সবাই নিহত হন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন